রিফান্ড এন্ড ক্যান্সল্যাশন পলিসি
রিফান্ড পলিসি
- আপনি যদি যমুনা কোচিং সেন্টার কোনো কোর্সে এনরোল করেন কিংবা ভর্তি হোন, তাহলে আপনার কোর্সের মূল লাইভ ক্লাস কিংবা ব্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি রিফান্ড চাইতে পারবেন না।
- আপনার যদি কোর্সের মেইন লাইভ ক্লাস কিংবা ব্যাচ শুরু হয়ে যায়, তবে প্রথম মডিউল কমপ্লিট হওয়া পর্যন্ত আপনি কোনো রিফান্ড পাবেন না।
- আপনার কোর্সের 1 টি মডিউল কমপ্লিট হওয়ার পর শর্ত স্বাপেক্ষে আপনি রিফান্ড পাবেন।
- এই রিফান্ড দাবি করার জন্য আপনি শুধুমাত্র 1 সপ্তাহ (7 Days) সময় পাবেন। এক সপ্তাহ শেষ হয়ে গেলে আর রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন না কিংবা জমুনা কোচিং সেন্টার আপনাকে রিফান্ড করবে না।
- রিফান্ড চাওয়ার বা আবেদনের জন্য আমাদেরকে মেইল করুন - jamunacoachingcentre@gmail.com
রিফান্ড পাওয়ার শর্তসমুহঃ
ওপরের শর্তসমুহসহ রিফান্ড পাওয়ার জন্য আরো শর্তাবলীঃ
- অবশ্যই আপনার কোর্সটি যদি সম্পুর্ন পেমেন্ট করা থাকে তবেই আপনি রিফান্ডের আবেদন করতে পারবেন।
- রিফান্ড পাওয়ার জন্য অবশ্যই যথাযথ কারন প্রদর্শন করতে হবে।
- শুধুমাত্র যমুনা কোচিং সেন্টার সার্ভিসজনিত (যমুনা কোচিং সেন্টারে কোর্স কেনার আগে যা যা প্রমিস করেছে তা যদি প্রোভাইড না করে) কারনে যদি কোর্সে পেমেন্টকারী কোনো অসুবিধার সম্মুখীন হয়, তবেই শুধুমাত্র রিফান্ডের আবেদন করা যাবে।
- এই রিফান্ড দাবি করার জন্য আপনি শুধুমাত্র 1 সপ্তাহ (7 দিন) সময় পাবেন। এক সপ্তাহ (7 দিন) শেষ হয়ে গেলে আর রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন না কিংবা যমুনা কোচিং সেন্টার আপনাকে রিফান্ড করবে না।
রিফান্ড আবেদনের কতদিনের মধ্যে পাবেন?
- আপনার আবেদন যাচাই বাছাই শেষে যদি সঠিক প্রতিয়মান হয় তবে আবেদনের 7-10 দিনের মধ্যে আপনার টাকা রিফান্ড করে দেয়া হবে।